: +91 7029693145
: kazipriya8@gmail.com
  Login

Beldanga Samachar

Beldanga , Murshidabad , West Bengal , 742133

Braking News

চন্দ্র অভিযানে বেলডাঙ্গা যোগ -তুষার কান্তি দাস ইসরোর বিজ্ঞানী

BS News : 2023-08-24 16:40:47

বেলডাঙ্গা : চন্দ্রযান -3 এর বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পর সারা ভারতের মানুষ আনন্দে মাতোয়ারা।এই আনন্দ বেলডাঙ্গার মানুষের কাছে আরও বেশি। কারণ ইসরোর যে বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় এই চন্দ্রাভিযান সফলতা পেয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বড়ুয়া কলোনীর বাসিন্দা তুষার কান্তি দাস অন্যতম। বিক্রম চাঁদে পা রাখতেই তুষারের বাড়ির লোকজনের পাশাপাশি পাড়ার সকলে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেন।পাড়ার তরুণ সংঘ ক্লাবের টিভির পর্দায় চাঁদে বিক্রমের অবতরণ দেখে সদস্যরা আনন্দপ্রকাশ করে। এছাড়াও বেলডাঙ্গার বিশিষ্ট ব্যক্তিরা তুষারের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ-সভাধিপতি আতিবুর রহমান,বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপার্সন অনুরাধা হাজরা ব্যানার্জী প্রমুখ। বেলডাঙ্গা সমাচারের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়।