জিয়াগঞ্জ এর খুনের ঘটনায় বহরমপুরের কোর্টে ফাঁসির নির্দেশ।
নিজস্ব সংবাদদাতা : জিয়াগঞ্জ এর খুনের ঘটনায় বহরমপুরের কোর্টে ফাঁসির নির্দেশ। গত ২০১৯ সালের ৮ ই অক্টোবর দূর্গা পুজোর দশমীর দিন, স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের পুত্র কে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অপরাধে উৎপল বেরা কে অপরাধী সন্দেহ গ্রেপ্তার করা হয়। তার পর থেকে পুলিশ তদন্তের মাধ্যমে তথ্য ও প্রমান সংগ্রহ করতে থাকে। অবশেষে উৎপল বেরা কে দোষী পাওয়া যায়। সেই মামলায় গত পরশু দিন থার্ড ফাস্ট ট্রাক কোর্টে সন্তোষ কুমার পাঠকের এজলাসে সরকারী আইনজীবী বিভাস চক্রবর্তীর সাখ্য প্রমানে উৎপলকে দোষী সাব্যস্ত করা হয় ও স্বীকারোক্তি নেওয়া হয়। সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী ঘটনার সম্পূর্ণ বিবরন দেন। কি ভাবে কোথা থেকে এই ঘটনাকে পূর্ণতা দিয়েছিলেন তার সমস্ত সাখ্য প্রমানের বিশ্লেষনের মাধ্যমে আজ উৎপল কে দোষী সাব্যস্ত করা হলো। আগামী কাল তার সাজা ঘোষনা করা হবে বলেও জানান। জাবৎজীবন ও ফাঁসি দুই পন্থায় খোলা থাকলেও বিভাস চক্রবর্তী ও মৃতের পরিবারের ফাঁসির দাবি করে । ওন্য দিকে উৎপল কে কোর্টে তোলার সময় বার বার নিজেকে নির্দোষ দাবি করে সমস্ত কিছু পুলিশের সাজানো ও তাকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করে। বিচারক সন্তোষ কুমার পাঠক সমস্ত তথ্য প্রমান দেখে বিরল থেকে বিরল তম ঘটনার জন্য ও প্রচন্ড নৃশশংতার ঘটনাকে মাথায় রেখে আসামি উৎপল বেহরা কে ফাঁসির আদেশ দেন।