Logo

Beldanga Samachar

Murshidabad, WB 742133

Back To Home Page

Breaking News

ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাত পরিযায়ী শ্রমিককে।

BS News | 2025-07-24 21:05:51

News Image 1

নিজস্ব স‌ংবাদদাতা : ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার মালদা জেলার সাত পরিযায়ী শ্রমিককে। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ।মন্ত্রীর গড়ে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়।ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা। পাশে দাড়ালো গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের। কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি। প্রশ্ন এলাকার মানুষের? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর। ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র। কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশী সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকের অভিযোগ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে।দেওয়া হচ্ছে না খাবার। তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা। পাশে দাড়িয়েছে গোটা গ্রাম। প্রত্যেকের অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনস্থা হচ্ছে। কিন্তু তারা প্রত্যেকে ভারতীয়। পেটের টানে কাজ করতে গেছেন। কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলছে এলাকার মানুষ।একদিকে যেমন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে। পাশাপাশি অনেক বাংলা ভাষী শ্রমিক যারা এদেশের নাগরিক তাদেরকেও এইভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে। যে ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুঙ্গে চলছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিধায়ক তাদের রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপিকে আক্রমণ করে বলেন যে সব রাজ্য ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলে তিনি পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। যদিও বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে। যারা শুধু বিজেপি শাসিত না অন্য রাজ্য থেকেও গ্রেফতার হচ্ছে। তাদের মধ্যেই কখনো বাংলার কিছু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে।এর দায় তৃণমূলের।