: +91 7029693145
: kazipriya8@gmail.com
  Login

Beldanga Samachar

Beldanga , Murshidabad , West Bengal , 742133

Braking News

এবার বহরমপুরে চল্লো গুলি। অভিযোগ এর আঙুল পুত্রের দিকে

BS News : 2024-03-17 17:09:53

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : এবার বহরমপুরে চল্লো গুলি। অভিযোগ এর আঙুল পুত্রের দিকে। বহরমপুর সৈদাবাদ এলাকার জোড়া শিব মন্দিরের গলিতে আততায়ী সুশান্ত মন্ডল এর দিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালায়। এবং সেই আগ্নেয়স্তের ছররা গুলিতে আহত হয় সুশান্ত মন্ডল। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে সুশান্ত বাবু জানান কে গুলি চালিয়েছে? তাড়াতাড়ি দেখতে পাননি যদিও অভিযোগের আঙ্গুল তার ছোট পুত্রের দিকে। বেকার থাকার কারণে প্রায়ই বাড়িতে অশান্তি লেগেছিল। এর থেকেই হয়তো আক্রোশে সুশান্তবাবুর উপর গুলি চালাতে পারেন বলে, আশঙ্কা করছেন শুশান্ত কুমার মন্ডল। ইতিমধ্যেই মুর্শিদাবাদ এর বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একদিকে মুশিদাবাদের প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার এর ঘটনা অন্যদিকে আজ এইভাবে গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে ভর্তি কোন দিকে যাচ্ছে মুর্শিদাবাদ শহরের নিরাপত্তা এটাই এখন বড় প্রশ্ন?